Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২৫ মে ২০২১
আপডেট: ১৮:৪৭, ২৫ মে ২০২১

এবার দেখা মিলল যমজ আমের!

সাধারণর যমজ কলার দেখা মিললেও যমজ আম পাওয়া যায় না। কিন্তু এমনটাই হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের দিনমজুর জাকির মোল্যা কুড়িয়ে পেয়েছেন একটি যমজ আম।

মঙ্গলবার সকালে যমজ আমটির দেখা পান জাকির মোল্যা। এর পর থেকেই আমটি দেখতে ভিড় করছেন অনেকেই।

জাকির মোল্যা বলেন, আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমি আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই। যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন ভিড় করছেন। তারা এই প্রথম যমজ আম দেখেছেন বলে জানান।

এলাকার শিক্ষক নজরুল ইসলাম (৩৫) বলেন, ‘কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনো দেখিনি। জীবনের প্রথম এই যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।’

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু বলেন, ‘এ ধরনের আম আমি আগে কখনো দেখিনি। তবে জেনেটিকের কারণে যমজ আম ধরতে পারে।’ 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ