Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ২৬ মে ২০২১
আপডেট: ১৫:৩৬, ২৬ মে ২০২১

প্রবল ঢেউয়ে ফেরিঘাটের পন্টুন ভেঙে দুই টুকরো

পদ্মা নদীর প্রবল ঢেউয়ে শিমুলিয়ার ২ নম্বর ফেরি ঘাটের পন্টুন ভেঙে দুই টুকরো হয়েছে। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৬ মে) বেলা ১১টায় এ ঘটনা ঘটে ৷ নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, বেলা ১১টার দিকে প্রবল ঢেউয়ে ২নং পন্টুনটি দুইভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাটের পাশেই এ ভাঙা অংশগুলোকে নোঙর করে রাখা হয়েছে। সে ঘাটে থাকা ফেরিগুলো নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ