Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ৩০ মে ২০২১
আপডেট: ১৯:১৮, ৩০ মে ২০২১

জামিন পেলেন রিকশাচালককে মারধর করা ‘প্রভাবশালী’ সুলতান

রাজধানীর বংশালে রিকশাচালক আবদুল হামিদকে (৫৫) মারধরের অভিযোগে করা মামলায় সেই নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের ভার্চুয়াল আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

রোববার (৩০ মে) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার (২৩ মে) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

বুধবার (১৯ মে) ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ (৫৫) নিজেই বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করেন।

উল্লেখ্য, ৪ মে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী। ভিডিওতে দেখা যায়, বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশাওয়ালাকে উদ্ধার করে।

ভিডিওটি দেখার পর অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করে বংশাল থানা-পুলিশ। অভিযুক্ত সুলতান বংশালের একজন বাড়িওয়ালা ও স্থানীয় প্রভাবশালী বলে জানা যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ