নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৪৫, ২ জুন ২০২১
আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৬

সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের পূর্বপাশে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির (ইঞ্জিনিয়ার রেকর্ড) এর বাসায় এ বিস্ফোরণ ঘটে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি চারজনকে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন- মো. হাকিম (৩২), তার স্ত্রী মোছা. আদুরী (২৬), মো. আউয়াল (৩৫), আফরোজা (৩০), তার স্ত্রী মোছা. রেনু (২৭) এবং মেয়ে আফিয়া (৮)। এদের মধ্যে শিশু ছাড়া বাকি পাঁচজন গার্মেন্টসে চাকরি করেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে টিনশেড ওই বাড়িটিতে তিনটি পরিবারই বাস করত।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি টিম উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায় যে তাদের বিদ্যুতের লাইনে কোনো সমস্যা ছিল না।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার সময় ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবির এর বাড়ি সেমিপাকা বাড়িতে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এতে তিন কক্ষের মোট ৬ জন দগ্ধ হয়ে আহত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন