Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ৫ জুন ২০২১
আপডেট: ১৪:৩৭, ৫ জুন ২০২১

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ আর ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনা শনাক্ত হওয়া চারজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন আর রাজশাহীর একজন।

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

উপপরিচালক বলেন, মৃতদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন রয়েছেন। এ নিয়ে গত ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১৩ দিনে হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে মারা গেলেন ১০১ জন। এই ১০১ জনের মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে, রামেকের করোনা ইউনিটে শনিবার সকালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ