Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ৫ জুন ২০২১
আপডেট: ১৯:২১, ৫ জুন ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নারীসহ নিহত ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৫ জুন) উখিয়ার বালুখালীর ময়নারঘোনা ও দুপুরে টেকনাফের চাকমারকুল ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বালুখালীর ময়নারঘোনা ১২নং ক্যাম্পের জে-৭ ব্লকের মৃত অছিউর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৫) ও টেকনাফের চাকমারকুল ২১ নং ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর স্ত্রী নুর হাসিনা (২০)।

বালুখালীর ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে মাটি কাটার সময় পাহাড় ধসে রহিম উল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে আর্মড পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

১৬ এপিবিএন এর পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, চাকমারকুল ২১নং ক্যাম্পের ব্লক-এ-২ এর শাকের উল্লাহর বাড়িতে প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে মাটিতে চাপা পড়ে তার স্ত্রী নুর হাসিনার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ক্যাম্প অভ্যন্তরে টহলরত এপিবিএন সদস্য ও আশপাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার কাজ চালায়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসু দ্দৌজা দুইজন রোহিঙ্গা নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের মতো দুর্যোগ মোকাবিলায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারপরও কীভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ