Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ৫ জুন ২০২১
আপডেট: ২৩:৪৩, ৫ জুন ২০২১

ফেসবুক ফ্রেন্ডকে কলে রেখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় প্রেমঘটিত বিষয়ে কলহের জের ধরে মাহিন জামান (২০) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে ফেসবুক ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেন।

মাহিন নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনি বাসিন্দা মো. জামান ফরাজীর ছেলে ও খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক কলেজের ছাত্র।

জানা যায়, মাহিন জামানের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ের কথা শুরু হয়। এতে ওই মেয়েটিরও মত আছে জানতে পেরে ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মাহিন।

পুলিশ জানায়, প্রেম ঘটিত বিষয়ে কলহের জেরে শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে অপর ফেসবুক ফ্রেন্ড তানভীরের সাথে ভিডিও কলে থাকা অবস্থায় মাহিন আত্মহত্যা করেন। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। 

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ