নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩১, ৫ জুন ২০২১
গোপালগঞ্জে সাতজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

গোপালগঞ্জে সাতজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় বা ডেল্টা ধরন শনাক্ত করা হয়েছে। ফলে ওই সাতজনের বাড়ি সদর উপজেলার তেলিভিটা ও কালীভিটা গ্রামে হওয়ায় গ্রাম দুটি লকডাউন করা হয়েছে।
শনিবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা ও সাতপাড় ইউনিয়নের কালিভিটা গ্রামে সাতদিনের কঠোর লকডাউন বলবৎ থাকবে।
সিভিল সার্জন জানান, তেলিভিটা গ্রামের ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে ১১ জনের নমুনা জিনম সিকোয়েন্সিংয়ের জন্য ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখানে সাতজনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার অস্তিত্ব পাওয়া যায়।
তিনি আরো জানান, করোনা সংক্রমণ রোধ তেলিভিটা গ্রামে এর আগে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন তেলিভিটা ও কালিভিটা গ্রামকে সাতদিনের কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এই দুটি গ্রামে আগামী সাতদিন যাতায়াত নিয়ন্ত্রিত থাকবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, যেহেতু তেলিভিটা ও কালীভিটা গ্রামে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। এ কারণে গ্রাম দুটি কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউন বাস্তবায়নের যাবতীয় বিষয় জেলা প্রশাসন দেখভাল করবে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন