Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ৫ জুন ২০২১
আপডেট: ২৩:৩১, ৫ জুন ২০২১

গোপালগঞ্জে সাতজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

গোপালগঞ্জে সাতজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় বা ডেল্টা ধরন শনাক্ত করা হয়েছে। ফলে ওই সাতজনের বাড়ি সদর উপজেলার তেলিভিটা ও কালীভিটা গ্রামে হওয়ায় গ্রাম দুটি লকডাউন করা হয়েছে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা ও সাতপাড় ইউ‌নিয়‌নের কালিভিটা গ্রামে সাতদিনের কঠোর লকডাউন বলবৎ থাকবে।

সিভিল সার্জন জানান, তেলিভিটা গ্রামের ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে ১১ জনের নমুনা জিনম সিকোয়েন্সিংয়ের জন্য ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখানে সাতজনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার অস্তিত্ব পাওয়া যায়।

তিনি আরো জানান, করোনা সংক্রমণ রোধ তেলিভিটা গ্রামে এর আগে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন তেলিভিটা ও কালিভিটা গ্রামকে সাতদিনের কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এই দুটি গ্রামে আগামী সাতদিন যাতায়াত নিয়ন্ত্রিত থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, যেহেতু তেলিভিটা ও কালীভিটা গ্রামে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। এ কারণে গ্রাম দুটি কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউন বাস্তবায়নের যাবতীয় বিষয় জেলা প্রশাসন দেখভাল করবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ