নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৮, ৫ জুন ২০২১
বজ্রপাতে চার জেলায় ছয়জনের মৃত্যু

বজ্রপাতে দেশের চার জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নরসিংদীর, দুইজন শরীয়তপুরের, একজন মাদারীপুরের ও একজন হবিগঞ্জের বাসিন্দা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার গুরু দেব সাহা, বেলাব উপজেলার আফিয়া বেগম, শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়সাগর গ্রামের তাজুল ইসলাম ফলিফা, ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের কৃষক মালেক পেদা, মাদারীপুরের শিবচর উপজেলার পশ্চিম সন্ন্যাসীরচর গ্রামের ইব্রাহীম ব্যাপারী, হবিগঞ্জের বাহুবল উপজেলার আকবর আলী।
মনোহরদী থানার ওসি আনিসুর রহমান জানান, ভোর থেকেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এর মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান গুরু দেব। ওই সময় বজ্রপাতে আমগাছ পুড়ে যায় এবং গাছের পাশেই তার লাশ পাওয়া যায়।
বেলাব থানার এসআই মো. আলাউদ্দীন জানান, আফিয়া বেগম সকালের দিকে বাড়ির পাশের সবজিক্ষেতে বরবটি তুলতে গিয়েছিলেন। ওই সময় বজ্রপাত হয়। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় আফিয়ার স্বামী তাকে খুঁজতে সবজিক্ষেতে গিয়ে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন।
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, দুপুরে বজ্রপাতে আহত দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় নেয়া হয়।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ইব্রাহিম ব্যাপারী নিজ জমিতে বাদাম চাষ করেছিলেন। দুপুরে তিনি ও তার ভাই হুমায়ুন ব্যাপারী বাড়ির পাশের ক্ষেতে বাদাম শুকাতে দিলে বৃষ্টি শুরু হয়। ওই সময় হঠাৎ বজ্রপাতে দুই ভাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নেয়ার পথে ইব্রাহীম ব্যাপারী মারা যান।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানা জানান, আকবর আলী বাড়ির পাশের হাওরে আউশ ধানের জমিতে কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন