Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ৬ জুন ২০২১
আপডেট: ১৯:৫২, ৬ জুন ২০২১

বজ্রপাতে চট্টগ্রামে দুই নারীর মৃত্যু

বজ্রপাতে চট্টগ্রামের ফটিকছড়িতে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বানেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)।

রোববার (৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) এসএম জিয়াদ হোসেন বলেন, কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

আইনিউজ/এসডিপি 

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ