Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ৬ জুন ২০২১
আপডেট: ২৩:২৯, ৬ জুন ২০২১

তারাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

জানা গেছে, রবিবার (৬ জুন) সকালে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের রংগেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পশর আলী (৮৫) নিজ বাড়ি থেকে হরিয়াগাই বাজারে চা পান করতে যাওয়ার পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের হরিয়াগাই ব্রিজের কাছে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয় জনতা গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা ফজর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সকাল ৯ টায় তিনি মারা যান।

ঢাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ফকির জানান, মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।

নিহত বীর মুক্তিযোদ্ধা পশর আলী রঙেরকান্দা গ্রামের মৃত আবেদ আলীর মীরের ছেলে।

আইনিউজ/হুমায়ুন/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ