Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩, ৬ জুন ২০২১
আপডেট: ২৩:২৬, ৬ জুন ২০২১

প্রেমের টানে চাঁদপুরে এসে বিয়ের পিঁড়িতে বসলেন মার্কিন তরুণী

প্রেমের টানে আগের আমলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতো রাজকুমার, এখন বাস্তব জীবনে দেখা যাচ্ছে বাংলাদেশি যুবকের প্রেমে যুক্তরাষ্ট্র থেকে চলে এসেছেন মার্কিন কৃষ্ণাঙ্গ তরুণী। 

বাংলাদেশের শাহাদাত হোসেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ তরুণী জোনস জিউনাবচনের বিয়ে হয় চাঁদপুরে। প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষ্ণাঙ্গ এই তরুণী বাংলাদেশে ছুটে আসেন। তারপর নিজের বান্ধবীর স্বামীর বড়ভাইকে বিয়ে করেন।

শনিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। তবে বিয়েতে শুধু মাত্র কনে একা থাকলেও বরের বাড়িতে তার আত্মীয়-বন্ধুরা উপস্থিত ছিলেন। কনে জোনস শাহাদাতের যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর বান্ধবী।

গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই নবদম্পতিকে একপলক দেখার জন্য শনিবার বিকেল থেকেই প্রধানিয়া বাড়িতে ভিড় জমায় শত শত উৎসুক জনতা।

স্বজনরা জানান, শাহাদাতের ছোট ভাই আবু জাফর দুবাইয়ে থাকতেন। তখন তার সঙ্গে এক মার্কিন নারীর প্রেম হয়। পরে তারা বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যান। এরই সূত্র ধরে আবু জাফরের স্ত্রীর বান্ধবী জোনস জিউনাবচনের সঙ্গে মালয়েশিয়ায় থাকা অবস্থায় শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের পরিকল্পনা করেন। কয়েকদিন আগে তারা বিয়ের জন্য দেশে আসেন। কিছুদিনের মধ্যে তারা আবার বিদেশে চলে যাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে সীমিত পরিসরে আত্মীয় স্বজনের উপস্থিতিতে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহাদাত হোসেন ও তার প্রেমিকা জোনস জিউনাবচন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর বর ও নববধূ বলেন, আমাদের ভালোবাসা বেশ কয়েক বছরের। তবে কিভাবে কখন কোথায় হলো। সেই গল্প আজ নয়, পরে একসময় জানাবো। সবশেষে আগামী দিনগুলো যেনো সুখের হয় তার জন্য তারা দোয়া প্রার্থনা করেন।

আলোচিত এই বিয়ে সম্পর্কে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি যোগ দেইনি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত আছি।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ