নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২৩:১৯, ৬ জুন ২০২১
লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে বুড়িগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) শাওলিন আকিব।
রবিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার আওতাধীন সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) রুবেল মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৭টার দিকে বরগুনা থেকে লঞ্চে শাওলিন আকিবের এক আত্মীয় ঢাকায় আসেন। তিনি ওই আত্মীয়কে রিসিভ করতে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। এ সময় পন্টুনে লেগে মাথায় গুরুতর আঘাত পান। সকাল ৮টা ১০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। তবে এর আগেই তিনি মারা যান।
শাওলিন আকিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার মাথাভাঙ্গা গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম সাবেক পুলিশ সদস্য। এছাড়া তার বড়ভাইও পুলিশ উপ-পরিদর্শক (এসআই)।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন