নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১৭:১০, ৭ জুন ২০২১
যৌতুকের দাবিতে দলবল নিয়ে শ্বশুরবাড়িতে হামলা চালালেন পুলিশ সদস্য

যৌতুককে সামাজিক ব্যাধি ঘোষণা করে এটি আইনত দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকবছর আগেই। তবুও গ্রাম্য অঞ্চলে এটির প্রচলন রয়েছে বলে দেখা যায়। এবার এমনই একটি ঘটনা সারাদেশে আলোচিত হচ্ছে, তবে এখানে যৌতুকের দাবি করছিলেন খোদ এক পুলিশ সদস্য।
রংপুর নগরীর বিনোদপুর এলাকায় তিন লাখ টাকা যৌতুকের দাবিতে দলবলসহ শ্বশুরবাড়িতে হামলা ও তাণ্ডব চালায় পুলিশের এক কনস্টেবল। এ ঘটনায় মামলা নিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।
পুলিশ ও স্বজনরা জানায়, রংপুর নগরীর বিনোদপুর এলাকার শহিদুল ইসলামের কন্যা সুরমী আখতারের সাথে নগরীর ভগিবালাপাড়া মহল্লার পুলিশ সদস্য মহিবুল্লার সাথে ৬ মাস আগে বিয়ে হয়। বিয়ের সময় পুলিশ সদস্যকে নগদ ৭ লাখ টাকা যৌতুক প্রদান করে মেয়ে পক্ষ। এক মাস না যেতেই আবারো তিন লাখ টাকা যৌতুক দাবি করে পুলিশ কনস্টবল মহিবুল। টাকা দিতে রাজি না হওয়ায় স্ত্রী সুরমী আখতারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় পুলিশ সদস্য মহিবুল।
শনিবার (৫ জুন) বিকেলে লালমনিরহাটে কর্মরত পুলিশ সদস্য মহিবুল তার দলবলসহ শ্বশুরবাড়ি এসে তিন লাখ টাকাসহ মেয়েকে তুলে দিতে চাপ সৃষ্টি করে। টাকা দিতে রাজি না হওয়ায় শ্বশুর শহিদুলসহ স্বজনদের উপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে মহিবুল। এ সময় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে মহিবুলসহ তার ৬ সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিরা হলেন মকবুল হোসেন, মজিদা বেগম, মোকলেসুর রহমান রতন, মনোয়ার হোসেন, আনোয়ার ও রাজু মিয়া।
এ ব্যাপারে নববিবাহিতা গৃহবধূ সুরমী আক্তারের বাবা শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত এজাহার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় দেওয়ার পরেও শনিবার গভীর রাত পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি। বরং পুলিশ আপোষ মীমাংসা করার জন্য চাপ সৃষ্টি করে। এমনকি রবিবার (৬ জুন) সকালেও মামলা রেকর্ড না করে আটক পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা রবিবার বেলা পৌনে একটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। পরে মামলা নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা চলে আসে।
অবশেষে রবিবার দুপুর সাড়ে তিনটায় পুলিশ মামলা রেকর্ড করেছে বলে গৃহবধূ সুরমী আক্তারের বাবা শহিদুল ইসলাম জানিয়েছেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সূত্রঃ ইত্তেফাক
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন