Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ৭ জুন ২০২১
আপডেট: ১৬:৫৪, ৭ জুন ২০২১

হিলিতে পণ্য রফতানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৯ জুন) থেকে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

রোববার (৬ জুন) সন্ধ্যায় ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপকে বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তাদের দেশ জুড়ে করোনার টিকা সঙ্কট রয়েছে। কাজেই আগামী ৮ জুনের মধ্যে সব চালককে টিকা দেয়া সম্ভব নয়। সন্ধ্যা ৬ টা অবধি আমদানি-রফতানি চালু রাখতে হবে, আপনাদের একক সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। যাতে করে আমরা অপমানিত বোধ করছি। অন্যান্য স্থলবন্দরের মত হিলি স্থলবন্দরেও গাড়ি স্বাভাবিকভাবে নিতে হবে। অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক ৯ জুন থেকে হিলি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা যদি রফতানি বন্ধ করে দেয় তাহলে আমাদের কিছু করার নেই। তাদের দাবি, আগের মতো ১৫০ থেকে ২০০ পণ্যবাহী ট্রাক নিতে হবে। কিন্তু আমাদের এখানে করোনার সংক্রমণরোধে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ মিলিয়ে বন্দরের আমদানি-রফতানির পরিমাণ কমিয়ে ৮০ ট্রাক করে নির্ধারণ করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা আরও কমিয়ে ৫০ ট্রাক করে নির্ধারণ করা হয়েছিল। যাতে প্রতিদিন পণ্য নিয়ে আসা ট্রাক দেশে প্রবেশ করে ওইদিনই পণ্য খালাস করে পুনরায় ভারতে ফেরত যেতে পারে। যা রোববার থেকেই কার্যকর করা হয়েছে।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ