Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৭ জুন ২০২১
আপডেট: ২৩:৪৬, ৭ জুন ২০২১

ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো জলদস্যুরা, হঠাৎ আসলো কোস্টগার্ড...

ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৭ জুন) ভোলার মেঘনা নদীতে ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিলো তারা, এমন সময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ দল তাদের আটক করে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট তাহাসিন রহমান এ কথা জানান। আটকৃতরা হলো: কমলনগর ইউনিয়নের লক্ষ্মীপুর জেলার বাসিন্দা, জলদস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীর নূর-ই-আলম ও আব্দুর রহিম।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বঙ্গেরচর এলাকায় জলদস্যু বাহিনীর দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে। এ খবরের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। সেখানে যাওয়ার পর কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়।

জলদস্যুদের গুলির জবাবে আত্মরক্ষার্থে কোস্টগার্ডের সদস্যরাও ১১ রাউন্ড গুলি চালায়। পরে ওই স্থান থেকে ৩টি পিস্তল, ২টি রামদা ও ২টি করাতসহ তিন জলদস্যুকে আটক করা হয়।

আটক জলদস্যুদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় কোস্টগার্ড।

আইনিউজ/অনিক/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ