Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৮ জুন ২০২১
আপডেট: ১৭:৩০, ৮ জুন ২০২১

নাটোরের দুই পৌর এলাকায় কঠোর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নাটোর শহর ও সিংড়া পৌর এলাকায় আগামীকাল ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সাত দিনের জন্য সর্বাত্মক কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সোমবার গভীর রাতে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল এমপি, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

সর্বাত্মক এই  লকডাউনে ওষুধসহ জরুরি সেবা সার্ভিস ব্যতীত সব কিছু বন্ধ থাকবে।ম এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষকে ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নাটোর জেলায় এ দুই পৌর এলাকায় আক্রান্তের হার সর্বাধিক। সভায় সবার মতামতের ভিত্তিতে নাটোর শহর ও সিংড়া পৌরসভায় ১৫ জুন পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ