Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৯ জুন ২০২১
আপডেট: ১৬:২৫, ৯ জুন ২০২১

করোনায় আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পৌর মেয়রকে রংপুর সিএমএইচে স্থানান্তর

করোনাভাইরাসে আক্রান্ত  ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. তোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বুধবার পৌর মেয়রকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  তার স্বামীসহ পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার পৌর মেয়রের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়