Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ১৫ জুন ২০২১
আপডেট: ১৫:৪৮, ১৫ জুন ২০২১

নাটোর সদর ও সিংড়ায় লকডাউন বাড়ল আরও ৭ দিন

করোনার প্রকোপ না কমায় নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় লকডাউন আরও সাত দিনের জন্য বাড়িয়েছে জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার (১৪ জুন) ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী  থাকায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার।

এদিকে  নাটোর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০১ জন এর নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২১৬৫ এবং মোট মৃত্যু ৩৮ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ