Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২৫ জুন ২০২১
আপডেট: ২৩:০৪, ২৫ জুন ২০২১

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় সন্দেহভাজন নিহত

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শামীম (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টায় গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম মোহনপুরের বাউটিয়া গ্রামের মৃত শফিকের ছেলে। পুলিশ বলছে, নিহত শামীম ১০ বছর বয়সী এক শিশুর ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল টহল দিচ্ছিল। এ সময় একদল দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশও তাদের ওপর গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন। আর অন্যরা ভয়ে পালিয়ে যান।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, 'বন্দুকযুদ্ধের' পর শামীমের কাছ থেকে অস্ত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায়, এটি চুরি করা মোবাইল। কয়েক দিন আগে ললিতনগর গ্রামে ধর্ষণ ও হত্যার শিকার এক শিশুর বাড়ি থেকে ফোনটি চুরি হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে, শামীম চুরি করতে গিয়ে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করেন। এ নিয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছিল।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, শামীমের কাছ থেকে ভুক্তভোগীর চাচাতো বোনের মোবাইল ফোন পাওয়া গেছে। যে রাতে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে সে রাতেই ফোনটি চুরি হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে, চুরি, ধর্ষণ ও হত্যার সঙ্গে শামীম-ই জড়িত ছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ