Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২৮ জুন ২০২১
আপডেট: ১৩:৪৮, ২৮ জুন ২০২১

পাবনায় পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন

পাবনায় করোনা চিকিৎসায় পিসিআর ল্যাব, আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন চালুর দাবিতে রবিবার (২৭ জুন) পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে বিশটির বেশি স্বেচ্ছাসেবী সংগঠন। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে অনতিবিলম্বে এ দাবি পুরণে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে স্মারকলিপি দেয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে বলেন করোনা চিকিৎসায় পাবনা জেনারেল হাসপাতালে তেমন কোন ব্যবস্থা নেই। করোনা পরীক্ষায় পিসিআর ল্যাবের অভাবে রাজশাহী বা সিরাজগঞ্জে যেতে হচ্ছে। আর অন্যত্র করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রতায় দিন দিন করোনা রোগি উদ্বেগজনক হারে বাড়ছে।

বক্তাগন পাবনা জেনারেল হাসপাতালে অবিলম্বে পিসিআর ল্যাব, আইসিইউ ও সেন্ট্রাল হাইফ্রো অক্সিজেন স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ- উল-হক রানা, তহুরা আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহবুব প্রমুখ।

মানববন্ধনে স্বেচ্ছেসেবী সংগঠন এর সমন্বয়ক রাহাত হোসেন পল্লব চার দফা দাবী ঘোষনা করেন এবং মানবাতার স্বার্থে দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন এর হুসিয়ারীও দেন ।

এ ব্যাপারে পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, পিসিআর মেশিন আনতে ঢাকায় পাঠানো হয়েছে ২-১ দিনের মধ্যে পিসিআর মেশিন পাবনায় আসবে। আর কয়েক দিনের মধ্যেই পাবনা জেনারেল হাসপাতালে ল্যাব প্রতিষ্ঠা করা যাবে। আর সেন্ট্রাল হাইফ্রো নির্মাণে ধীরগতি হলেও দ্রুত তা সম্পন্নসহ অক্সিজেন ইউনিট স্থাপন করতে জোরালো তৎপরতা চালানো হচ্ছে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ