Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ২৮ জুন ২০২১
আপডেট: ২১:৩৭, ২৮ জুন ২০২১

স্বাস্থ্যবিধি নিশ্চিতে তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনার ঢেউ মোকাবেলায় দুর্যোগময় পরিস্থিতিতে ময়মনসিংহের তারাকান্দায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে ঘোরাফেরা ও সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা করার অপরাধে তিনটি দোকান, একটি খাবার হোটেল ও মাস্ক না পরায় পথচারীকে ৫ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ জুন) উপজেলার বাসস্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি এ জরিমানা করেন। 

অভিযানে তারাকান্দা বাসস্টেশনে বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সরকারের বিধি-নিষেধ অমান্য করায় এ জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়, সরকার ঘোষিত লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায়; অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ