নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া ঘাটে আজও ভিড়

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের যাত্রী সাধারণের ভিড় লেগেই আছে।
মঙ্গলবার ভোর থেকেই রাজধানী ছেড়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়ায় আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরিতে যাত্রী পারাপারে চাপ বাড়তে থাকে।
বর্তমানে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ২ শতাধিক যানবাহন। ফেরিতে ব্যক্তিগত ও পণ্যবোঝাই যানবাহনের সঙ্গে পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত যাত্রী। এদের কাউকেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।
এদিকে, শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট রয়েছে। চেকপোস্টে ছোট ছোট যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে দক্ষিণবঙ্গের যাত্রীরা পায়ে হেঁটেও ছুটে আসছেন শিমুলিয়া ঘাটে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, কঠোর কিংবা সর্বাত্মক লকডাউনের ঘোষণায় রাজধানী ছেড়ে দক্ষিণবঙ্গের মানুষ শিমুলিয়ায় ছুটে আসছেন। নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।
তিনি বলেন, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী ফেরিতে তোলা হচ্ছে। যানবাহনের সঙ্গে যাত্রী সাধারণও ফেরিতে পারাপার হচ্ছে। তাছাড়া যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছেন তারাই ফেরিতে পারাপার হতে পারছেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন