Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ২৯ জুন ২০২১
আপডেট: ২১:৫২, ২৯ জুন ২০২১

মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ আর নেই

ভুরুঙ্গামারীর বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ভূরুঙ্গামারী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫।

মুক্তিযুদ্ধ কালে তিনি ভারতের তুফানগঞ্জের ঝাউকুটি যুব শিবির ক্যাম্পের ডেপুটি ইনচার্জ ছিলেন। এরপর তিনি ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং সবশেষে তিনি ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে অবসরে যান।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির উপজেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ইউপি চেয়ারম্যানসহ তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।

মঙ্গলবার (২৯ জুন) রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আইনিউজ/মনজুরুল ইসলাম/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ