Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ২৯ জুন ২০২১
আপডেট: ২১:৪৯, ২৯ জুন ২০২১

বাড়ির রাস্তায় বেড়া দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করলো প্রভাবশালী প্রতিবেশীরা

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কুরকুচি কান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের (৮০) পরিবারকে প্রতিবেশীরা অবরুদ্ধ করে রেখেছে। বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে বেড়া স্থাপনের মাধ্যমে প্রতিবেশীরা এ কাজ করে।

এ ঘটনায় থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী মো. মিরাজ উদ্দিন (৩৫), মো. হাসান আলী (৬০), মো. হোসেন আলী (৫৫), মো. মমতাজ উদ্দিন (৪৫), মো. রফিকুল ইসলাম, মাজেদা খাতুন (৫৫) মিলে দীর্ঘদিনের শত্রুতাবশত মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের বাড়ির চলার পথের চারপাশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে চরম ভোগান্তিতে ফেলেছেন মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা কছিম উদ্দিন এর সাথে কথা বললে তিনি জানান, আমি নিরীহ লোকবলহীন হওয়ায় উল্লেখিত প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে আমাকে নানান ভাবে অত্যাচার উৎপীড়ন করে আসতেছ। এ বিষয়ে গ্রামে একাধিকবার দরবার সালিশ করলেও কোন মীমাংসা হয়নি। উপরন্তু কয়েকদিন হয় আমার বাড়ির চলাচলের রাস্তার চারদিকে বাঁশের বেড়া ও নেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

অভিযোগ করে তিনি বলেন, আমি আমার বাড়ি থেকে বের হয়ে আমার জমা-জমিতে স্বাভাবিক কাজকর্ম করতে পারছিনা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তারা আমাকে হুমকি ও মারধর করতে উদ্যত হয়। আমি একজন বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে বিষয়টির সুবিচার প্রার্থনা করি।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিন থানায় অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। আমি বিষয়টি ইতিমধ্যে গুরুত্ব সহকারে বিবেচনা করে একজন অফিসারের মাধ্যমে সাময়িক ব্যবস্থা গ্রহণ করেছি।

ইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ