Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ৩০ জুন ২০২১
আপডেট: ০০:২৮, ১ জুলাই ২০২১

শত্রুতার বিষে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন!

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৯ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়েছে।

ঘেরের মালিক বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে গাজী পাভেল হোসেন বলেন, স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে মৎস্য ঘেরে গিয়ে তিনি দেখতে পান, তার ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় তিনি কথিত ‘এলাকার আতঙ্ক’ আনসার বাহিনীর সন্দেহ করেন। পূর্বশত্রুতার জের ধরে তার এই মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগ করা হতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় দিঘলিয়া থানায় অভিযোগ করবেন।

অভিযুক্ত আনসার শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিথ্যা অপবাদ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। গাজী জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে তিনি যেখানে থাকেন তার দূরত্ব অনেক। ব্যস্ততার কারণে বেশির ভাগ সময়ই বাইরে থাকেন। এছাড়া এলাকায় প্রভাব থাকার কারণে গাজী জাহাঙ্গীর হোসেন তাকে এলাকায় ঢুকতে দেন না।

আনসার শেখ আরো দাবি করেন, তিনি বারাকপুর বাজার সমিতির সেক্রেটারি হওয়া সত্ত্বেও তাকে বাজারে প্রবেশ করতে দেওয়া হয় না।

দিঘলিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের এই রকম কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেব।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ