Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ৩০ জুন ২০২১
আপডেট: ১০:১৬, ১ জুলাই ২০২১

সাতক্ষীরা মেডিকেলে ‘অক্সিজেন সংকটে’ ৮ রোগীর মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটে ৮ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ও বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার বিকাল ৫টার পর তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

যদিও সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানিয়েছেন, মৃতের সংখ্যা ৪। তারা কেউই অক্সিজেন সংকটে মারা যাননি। তাদের অবস্থা এমনিতেই আশংকাজনক ছিল।

তিনি আরও জানান, বিকালে সেন্ট্রাল অক্সিজেন কমে আসতে থাকলে সঙ্গে সঙ্গে ৭৬টি বড় সিলিন্ডারের অক্সিজেন কাজ করা শুরু করে।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজের নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, অক্সিজেন সংকটের কারণে আইসিইউতে ২ জন, সিসিইউতে ২ জন করোনা পজিটিভ নিয়ে এবং বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মারা গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ