Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৯, ১ জুলাই ২০২১
আপডেট: ২৩:৪৫, ১ জুলাই ২০২১

স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর জামালপুরের প্রশাসন

সারাদেশে কোভিড ১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সরকারের কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তববায়নে প্রশাসন কঠোর ভাবে অবস্থান নিয়েছেন। সেই ধারাবাহিকতায় সকাল থেকে জামালপুর শহরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছে।

শহরের বেলটিয়া বাজার গেইটপার এবং মার্কেট, ফৌজদারি মোড়, বকুলতলা পাঁচরাস্তসহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ছিল চলমান।

প্রশাসনের সর্বোচ্চ পরিমাণে কঠোর এই অবস্হানকে সচেতন মহলে স্বাগত জানিয়ে সাধুবাদ ব্যক্ত করেছেন অনেকেই। জামালপুরের সচেতন সাধারণ নাগরিক ও নেটিজেনরা এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও  পুলিশ ও জেলা প্রশাসনের বেশ প্রশংসা করেছেন।

জামালপুরের জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন চলমান এই লকডাউন চলাকালীন সময় সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।

আইনিউজ/আবু সায়েম/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ