Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ২ জুলাই ২০২১
আপডেট: ১৭:৩১, ২ জুলাই ২০২১

চার ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলে আজগর আলী ও বাবা ইয়াকুব আলী

ছেলে আজগর আলী ও বাবা ইয়াকুব আলী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের দনগাঁওয়ের গ্রামের ৭০ বছর বয়সী ইয়াকুব আলী ও তার ৫৫ বছরের ছেলে আজগর আলী। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম খান বলেন, গত ২৫ জুন উপজেলার দনগাঁও গ্রামের ইয়াকুব আলী অসুস্থ অনুভব করলে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ওই দিনই ইয়াকুব আলীকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়।

এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, দীর্ঘ ৮ দিন চিকিৎসা নেওয়ার পরেও ইয়াকুব আলীর শারীরিক অবস্থা উন্নতি না হলে বৃহস্পতিবার রাতে তাকে অ্যাম্বুলেন্স যোগে বাসায় নিয়ে আসা হয়। এরপর ওই দিন রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন তিনি।

তিনি জানান, ইয়াকুবের ছেলে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী গত ৩০ জুন বুধবার নিজ বাসায় জ্বর, সর্দিতে আক্রান্ত হলে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রথমে তার করোনার নমুনা সংগ্রহ করেন। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এরপর কর্তব্যরত ডাক্তার আজগর আলীকে উন্নত চিকিৎসার জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় তিনিও মারা যান।

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫০৯জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫জন ও মৃত্যু ৮৩ জনের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ