Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত: ১১:০৯, ৪ জুলাই ২০২১
আপডেট: ১২:৫৫, ৪ জুলাই ২০২১

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই ১২ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

রবিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সারাদেশেই করোনার প্রকোপ বেড়েছে। এরমধ্যে রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গে কিছু অঞ্চলে মৃত্যু ও শনাক্ত প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগীর মৃত্যুর খবর আসছে।

গতকাল শনিবারের (৩ জুলাই) আপডেট অনুযায়ী, বাংলাদেশে গত ২৪ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ১৩৪ জন, যা মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। একদিনে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। মোট শনাক্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। মোট মারা গেলেন ১৪ হাজার ৯১২ জন। বিস্তারিত...

সারা বিশ্বের আপডেটে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৯৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৮৮৫ জন। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ