Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ৫ জুলাই ২০২১
আপডেট: ১৩:৪২, ৫ জুলাই ২০২১

চট্টগ্রামে একদিনে রেকর্ড ৫৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫ জন। 

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজসহ ১০টি ল্যাব এবং এন্টিজেন টেস্টে রোববার চট্টগ্রামের ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৫৫৯ জন পজিটিভ শনাক্ত হন। 

এর ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯২৭ জনে। এর মধ্যে শহরের ৪৭ হাজার ৩৮১ ও গ্রামের ১৩ হাজার ৯২৭ জন।

নতুন শনাক্তদের মধ্যে শহরের ৪১৪ ও ১৪ উপজেলায় ১৪৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রাউজানে ৩৬, সীতাকুন্ডে ১৮, রাঙ্গুনিয়ায় ১৫, পটিয়ায় ১২, হাটহাজারীতে ১১, বাঁশখালীতে ১০, আনোয়ারা ও মিরসরাইয়ে ৯ জন করে, বোয়ালখালীতে ৭, ফটিকছড়িতে ৬, সাতাকানিয়ায় ৫, সন্দ্বীপে ৪, লোহাগাড়ায় ২ এবং  চন্দনাইশে ১ জন রয়েছেন।

রোববার করোনায় আক্রান্তদের মধ্যে শহরের একজন ও গ্রামের ৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এখন ৭২২ জন। এতে শহরের ৪৮২ ও গ্রামের ২৪০ জন। 

এছাড়া চট্টগ্রামে ১৫৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থতার সংখ্যা ৫০ হাজার ৪৮ জনে উন্নীত হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ