জামালপুর প্রতিনিধি
জামালপুরে একদিনে ৬০ জন করোনায় আক্রান্ত, মোট মৃত্যু ৫৩

জামালপুরে নতুন করে আরও ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত জেলায় এই ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের।
জামালপুর জেলা সিভিলে সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ২১ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৫টি নমুনা পরীক্ষায় ১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ১১৩টি নমুনা পরীক্ষায় ৩৮ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট ২০০ টি নমুনা পরীক্ষায় মোট ৬০ জন কোরনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জামালপুরে নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২৬ জন, মাদারগঞ্জ উপজেলার ১৭ জন, সরিষাবাড়ী উপজেলার ৯ জন ও বকশীগঞ্জ উপজেলার ৮ জন । এ নিয়ে জেলায় সর্বমোট ৩০৮০ জন সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- ডিসি অফিস, শহীদ হিরু সড়ক ২ জন, শাহাপুর ৪ জন, বগাবাইদ, নান্দিনা ৩ জন, মুকুন্দবাড়ী, নয়াপাড়া ২ জন, বকুলতলা ৪ জন, কলেজ রোড, তেতুলিয়া, ফুলবাড়িয়া, ইকবালপুর ২ জন, কাচারীপাড়া ২ জন ও জেনারেল হাসপাতাল।
মাদারগঞ্জ উপজেলা- মাদারগঞ্জ, জুনাইল পক্ষীমারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন, মোসলেমাবাদ ৩ জন, ফাজিলপুর, চর পাকেরদহ ২ জন, তারতাপাড়া ২ জন, উপজেলা চত্বর ২ জন, গাবের গ্রাম, নিশ্চিন্তপুর ও বালিজুড়ী।
সরিষাবাড়ী উপজেলা- কামরাবাদ, সাতপোয়া, বিল শিমলা, কলেজ এলাকা ২ জন, যমুনা সার কারখানা, বাড়ইপটল, ডিগ্রীবন্দ ও রাম চন্দ্রখালী।
বকশীগঞ্জ উপজেলা- পল্লী বিদ্যুৎ ৫ জন, ফায়ার সার্ভিস, জানকিপুর ও সীমারপাড়।
সর্বশেষ সুস্থ ৩৩ জন (হোম আইসোলেশনে- জামালপুর সদর উপজেলা ২৭ জন, ইসলামপুর উপজেলা ১ জন ও সরিষাবাড়ী উপজেলা ৫ জন)। সর্বমোট সুস্থ ২৪৯৯ জন।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন