Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ৬ জুলাই ২০২১
আপডেট: ২২:৫২, ৬ জুলাই ২০২১

হঠাৎ জমিতে ৬ ফুটের গর্ত, এলাকায় তোলপাড়

ঝিনাইদহের কালীগঞ্জের পাতিবিলা গ্রামের জহুরুল ইসলাম নামে এক কৃষকের জমিতে হঠাৎ ৬ ফুটের গর্ত দেখা গেছে। এমন ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

সোমবার রাতে পাতিবিলা দাখিল মাদ্রাসার পাশের একটি জমিতে ৬ ফুটের গর্তটি খোঁড়া হয়েছে। তবে কী কারণে এই গর্ত খুঁড়েছে সেটি কেউ জানাতে পারেননি।

জমির মালিক জহুরুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে তিনি বাসায় গেছেন জমিটির পাশের দোকান থেকে। তখন তেমন কিছু দেখতে পাননি। মঙ্গলবার সকালে পাতিবিলা দাখিল মাদরাসার সামনে দিয়ে যাওয়ার সময় জমিতে টাঙানো কাটা দেখতে পান। এ সময় তিনি জমিতে গেলে ৬ ফুটের বিশাল গর্ত দেখতে পান। কিভাবে এ গর্ত করা হয়েছে তিনি জানেন না।

পাতিবিলা গ্রামের শওকত আলী জানান, জমিটির পাশেই তার দোকান রয়েছে। সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান থেকে বাড়ি যান। গভীর রাতে এই গর্তটি হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এমন কোনো তথ্য এখনো তিনি পাননি। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ