নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৩, ১০ জুলাই ২০২১
লকডাউনে আটকের ভয়ে বোরকা পরে ঢাকায় ঢুকছিলেন তরুণ

সংগৃহীত ছবি
গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টেসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এসময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করা হচ্ছে। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে নামানো হয় সেনাবাহিনীও। তবুও ঠেকানো যাচ্ছে না মানুষের অবাধ যাতায়াত।
এর মধ্যেই এক তরুণের বোরকা পরে রাজধানীতে প্রবেশের অভিনব চেষ্টায় আলোড়ন সৃষ্টি হয়েছে। লকডাউনের মধ্যেই শুক্রবার (৯ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করার সময় পুলিশের হাতে ধরা পড়েন আলম নামের ওই তরুণ। ওই সময়ের একটি ভিডিও ইতোমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নীল বোরকা পরে আলম নামের ওই তরুণ গাবতলী দিয়ে রাজধানীতে ঢোকার সময় পুলিশের চেকপোস্টে বাধার মুখে পড়েন। এসময় পুলিশি জিজ্ঞাসাবাদে দেখা যায় তিনি নারী নন, একজন পুরুষ। এরপর তার বোরকা এবং হিজাব খুলতে বললে তিনি তা খুলে ফেলেন। বোরকার ভেতরে সাদা পাঞ্জাবি এবং পায়জামা পরা ছিলেন আলম। পায়ে ছিল সাদা মোজা।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি মাদরাসায় মক্তব বিভাগে আমপারা পড়েন। লকডাউনে রাস্তায় বের হলে পুলিশ আটক করবে- এই ভয়ে তিনি বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছিলেন। সাভারের হেমায়েতপুরের আলম নগর হাউজিং থেকে হেঁটে যাত্রাবাড়ি যাবেন বলে এসেছেন।
বোরকা কোথায় পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটি তার মায়ের বোরকা। তার মা ই তাকে বোরকা দিয়েছেন, এটি পরে যাত্রাবাড়ি যাওয়ার জন্য। তবে যাত্রাবাড়ি কার কাছে যাবেন, পরিচিত নাকি আত্মীয় সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।
এর আগে, বোরকা পরার উদ্দেশ্য আসলেই রাজধানীতে প্রবেশ করা না অন্য কোনও উদ্দেশ্য আছে তা নিশ্চিত হবে পুলিশ তার দেহ প্রাথমিক তল্লাশি করে। তবে দেহে সন্দেহজনক কিছু পায় নি বলে জানানো হয়।
দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, শুক্রবারেও মানুষের ভিড় অনেক বেশি। তাই আমরা যখন চেকপোস্টে সতর্কতার সাথেই ডিউটি করছিলাম। এসময় বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোনো মেয়ে নয়, সে আসলে ছেলে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন