Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ১২ জুলাই ২০২১
আপডেট: ১৮:৪৭, ১২ জুলাই ২০২১

বরিশাল বিভাগে একদিনে ২২ জনের মৃত্যুর রেকর্ড, নতুন আক্রান্ত ৫৭৫

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে বাড়ছে করোনা সংক্রমণের হার। শুরুতে রাজধানী ঢাকায় এই হারটা বেশি থাকলেও এখন সারাদেশের প্রতিটা বিভাগেই মারাত্মক অবস্থায় করোনাভাইরাস। 

বরিশাল বিভাগের ৬ জেলায় পূর্বের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গে ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৫৭৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। 

সোমবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস। 

এসময় তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১৬ জন নিয়ে মোট ৯ হাজার ৬১২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৯ জন নিয়ে মোট ২ হাজার ৮৯২ জন, ভোলা জেলায় নতুন ৩৭ জনসহ মোট ২ হাজার ২৯৩ জন, পিরোজপুর জেলায় নতুন ৯৪ জন নিয়ে মোট ৩ হাজার ১৯৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৯০৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১১৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৭ জন।

আর গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরগুনায় ২ জন ও ঝালকাঠিতে ১ জনসহ মোট ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বাংলাদেশে রোববারের (১১ জুলাই) আপডেট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১১ হাজার ৮৭৪ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৬ হাজার ৩৬২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জনে। 

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ