জামালপুর প্রতিনিধি
আপডেট: ২৩:১২, ১৪ জুলাই ২০২১
জামালপুরে একদিনে আরও ৫৪ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৭০

ছবি: আইনিউজ
জামালপুরে গত একদিনে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকালে জেলা সিভিলে সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
সিভিলে সার্জন অফিস সূত্রে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৯ টি নমুনা পরীক্ষায় ২২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৭০ টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ১১৫ টি নমুনা পরীক্ষায় ২০ জন অর্থাৎ মোট ৩১৪ টি নমুনা পরীক্ষায় মোট ৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে জামালপুর সদরের ২৪ জন, মেলান্দহের ৩ জন, মাদারগঞ্জের ৫ জন, ইসলামপুরের ২ জন, সরিষাবাড়ীর ৭ জন, দেওয়ানগঞ্জের ৭ জন ও বকশীগঞ্জের ৬ জন। জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৬১৪ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত
- জামালপুর সদর- নান্দিনা ৫ জন, নয়াপাড়া, সদর ৪ জন, আমলাপাড়া, কাছারীপাড়া, সর্দারপাড়া, চন্দ্রা ২ জন, ব্যাংক কলোনী, বনপাড়া, লক্ষীরচর, ফুলবাড়িয়া, মৃর্ধাপাড়া, স্টেশনপাড়া, হরিপুর, পলাশতলা ও নারিকেলী।
- মেলান্দহ- মেলান্দহ ৩ জন।
- মাদারগঞ্জ- মাদারগঞ্জ, জোড়খালী, মোসলেমাবাদ, তারতাপাড়া ও জুনাইল।
- ইসলামপুর- কিংজাল্লাহ (মৃত ব্যক্তির নমুনা) ও পোড়ারচর।
- সরিষাবাড়ী- আরামনগর ২ জন, শিমলাপল্লী ৩ জন, রুদ্রবয়ড়া ও চর আদ্রা।
- দেওয়ানগঞ্জ- চেংটিমারী, চিকাজানী, কাজলাপাড়া, কৈবধ্যপাড়া ও দেওয়ানগঞ্জ ৩ জন।
- বকশীগঞ্জ- দরিপাড়া ২ জন, চন্দ্রপাড়া, উজান ভাটিপাড়া ও সূর্যনগর ২ জন।
এছাড়াও জেলায় সর্বশেষ সুস্থ হয়েছেন ৪৫ জন। এদের মধ্যে জামালপুর সদরের ৩৬ জন, মাদারগঞ্জের ১ জন, ইসলামপুরের ১ জন, সরিষাবাড়ীর ২ জন ও বকশীগঞ্জের ৫ জন। জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৪ জন।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন