তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ১৬:৪২, ১৫ জুলাই ২০২১
তারাকান্দায় ধর্ষিতা কিশোরীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার

গ্রেফতারকৃত আব্দুল মোতালেব (৬০)।
ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষিতা কিশোরী সন্তান প্রসব করেছে। ধর্ষক আব্দুল মোতালেব (৬০) কে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের চান্দের বাজারে পার্শ্ববর্তী কাকচর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আব্দুল মোতালেব (৬০) বেকারির ব্যবসা করতো। ওই কারখানার শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার মজমপুর গ্রামের এয়াদ আলীর কিশোরী কন্যা (১৪) তার পিতার কর্মস্থলে আসা যাওয়া করতেন। এ সুবাদে বেকারী মালিক আব্দুল মোতালেবের কু-দৃষ্টি পরে ওই কিশোরীর উপর।
এক পর্যায়ে ওই বেকারী মালিক আব্দুল মোতালেব বিভিন্ন প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
অন্তঃসত্ত্বা ধর্ষিতা ওই কিশোরী গত বুধবার (৭ জুলাই) ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করেছে।
এ ব্যাপারে ওই কিশোরীর পিতা এয়াদ আলী বাদী হয়ে আব্দুল মোতালেবসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালতের নির্দেশে তারাকান্দা থানা পুলিশ বুধবার মামলা রুজু করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে গৌরীপুর উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ধর্ষক আব্দুল মোতালেব গ্রেপ্তার করা হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধৃত আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন