শরীয়তপুর প্রতিনিধি
আপডেট: ০৮:৪০, ১৬ জুলাই ২০২১
শরীয়তপুরে করোনা পরিস্থিতির অবনতি

ফাইল ছবি
শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে একজনসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) রাতে ও বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ড এবং করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যায় এই তিনজন। এর আগে গত দুইদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন।
নিহত তিনজনের মধ্যে ৪০ ও ২৭ বছরের দুই নারী এবং ৮০ বছরের এক পুরুষ রয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
জেলা স্বাস্থ্য প্রশাসন কর্তৃক প্রাপ্ত তথ্য মোতাবেক বৃহস্পতিবার (১৫ জুলাই) জেলায় একদিনের রেকর্ড পরিমাণ সর্বোচ্চ ৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা কিনা ২৫৮ জন এর নমুনা পরীক্ষার ফলাফল। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৪ জনে।
জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৮২ শতাংশ। শরীয়তপুরে নতুন শনাক্ত ৯৫ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ২৯জন, জাজিরা উপজেলায় ২ জন, নড়িয়া উপজেলায় ১৩ জন, ভেদেরগঞ্জ ২১, ডামুড্যা ০৭, গৌসাইরহাট ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । শরীয়তপুরে এ পর্যন্ত ১৪০৯৯ টি নমুনা পরীক্ষিত হয়েছে । আর এই পর্যন্ত ১৩৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আমাদের ২০ জনের আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত আমাদের অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রস্তুত আছে। অবস্থা বেগতিক না হলে আমরা এইসব দিয়ে করোনার চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারব।
আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন