Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১৬ জুলাই ২০২১
আপডেট: ০৮:৪০, ১৬ জুলাই ২০২১

শরীয়তপুরে করোনা পরিস্থিতির অবনতি

ফাইল ছবি

ফাইল ছবি

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে একজনসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) রাতে ও বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ড এবং করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যায় এই তিনজন। এর আগে গত দুইদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন।

নিহত তিনজনের মধ্যে ৪০ ও ২৭ বছরের দুই নারী এবং ৮০ বছরের এক পুরুষ রয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুর  সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

জেলা স্বাস্থ্য প্রশাসন কর্তৃক প্রাপ্ত তথ্য মোতাবেক বৃহস্পতিবার (১৫ জুলাই) জেলায় একদিনের রেকর্ড পরিমাণ সর্বোচ্চ ৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা কিনা ২৫৮ জন এর নমুনা পরীক্ষার ফলাফল। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৪ জনে।

জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৮২ শতাংশ। শরীয়তপুরে নতুন শনাক্ত ৯৫ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ২৯জন,  জাজিরা  উপজেলায় ২ জন, নড়িয়া উপজেলায় ১৩ জন, ভেদেরগঞ্জ ২১, ডামুড্যা ০৭, গৌসাইরহাট ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । শরীয়তপুরে এ পর্যন্ত ১৪০৯৯ টি নমুনা পরীক্ষিত হয়েছে । আর এই পর্যন্ত  ১৩৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আমাদের ২০ জনের আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত আমাদের অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রস্তুত আছে। অবস্থা বেগতিক না হলে আমরা এইসব দিয়ে করোনার চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারব।

আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ