Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ১৬ জুলাই ২০২১
আপডেট: ১৯:০০, ১৬ জুলাই ২০২১

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ, আহত ৫

কোপা আমেরিকার চলতি বছরের আসর শেষ হয়েছে গত রোববার। ফাইনালে ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচের রেশ এখনো কাটেনি ব্রাহ্মণবাড়িয়ায়। তাইতো ফাইনাল ম্যাচ নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। যাতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন। 

আহতরা হলেন- মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। তাদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার গত ১১ জুলাইয়ের খেলা নিয়ে গতকাল সন্ধ্যায় খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সিবাড়ির হৃদয়ের (১৮) বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে আজ সকালে এলাকায় পুলিশ আসে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ