Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ১৬ জুলাই ২০২১
আপডেট: ০০:০৭, ১৭ জুলাই ২০২১

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে সারাদিন তীব্র যানজট

ফেরিঘাটে পশুবাহী গাড়ির লম্বা লাইন। ছবি: প্রতিনিধি

ফেরিঘাটে পশুবাহী গাড়ির লম্বা লাইন। ছবি: প্রতিনিধি

শরীয়তপুর জেলার গোসাইরহাটে ফেরির জন্য অপেক্ষারত যানবাহনের কারনে তীব্র যানজট শুরু হয়েছে। উপজেলার নরসিংহপুর গ্রামের শরীয়তপুর-চাদঁপুর ফেরীঘাটে ফেরির অপেক্ষায় শতশত যানবাহন দেখা যায়।

শুক্রবার (১৬ জুলাই) সরেজমিনে দেখা যায়, কোরবানির পশুর গাড়িসহ নদী পারাপারের জন্য ফেরিঘাটে অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক যানবাহন। এর মধ্যে কোরবানির পশুবাহী গাড়ি রয়েছে প্রায় একশটি।

জানা যায়, ফেরিঘাটে প্রচন্ড গরমে গত ৩ দিনে অসুস্থ হয়ে মারা গিয়েছে প্রায় ৩০টির মত গরু। 

আইনিউজকে শরীয়তপুর ফেরীঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল মোমিন বলেন, ফেরিঘাটে গতকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় আগে আমাদের ৪টি ফেরি চললেও আজ আরও দু'টি ফেরি যোগ করা হয়েছে। মোট ৬টি ফেরীর মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি আরও জানান, মূলত লকডাউন তুলে ফেলায় এবং ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় গতকাল সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে আনুমানিক তিন শ'টি গাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি এবং কোরবানীর পশুর গাড়ি। আমরা পশুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পারাপার করে দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা পণ্যবাহী, এরপর যাত্রীবাহী গাড়িগুলোকে পার করছি। কম করে হলেও এই যানজট কমতে আরো ২/৩ দিন সময় লাগতে পারে।

আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ