শরীয়তপুর প্রতিনিধি
আপডেট: ০০:০৭, ১৭ জুলাই ২০২১
শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে সারাদিন তীব্র যানজট

ফেরিঘাটে পশুবাহী গাড়ির লম্বা লাইন। ছবি: প্রতিনিধি
শরীয়তপুর জেলার গোসাইরহাটে ফেরির জন্য অপেক্ষারত যানবাহনের কারনে তীব্র যানজট শুরু হয়েছে। উপজেলার নরসিংহপুর গ্রামের শরীয়তপুর-চাদঁপুর ফেরীঘাটে ফেরির অপেক্ষায় শতশত যানবাহন দেখা যায়।
শুক্রবার (১৬ জুলাই) সরেজমিনে দেখা যায়, কোরবানির পশুর গাড়িসহ নদী পারাপারের জন্য ফেরিঘাটে অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক যানবাহন। এর মধ্যে কোরবানির পশুবাহী গাড়ি রয়েছে প্রায় একশটি।
জানা যায়, ফেরিঘাটে প্রচন্ড গরমে গত ৩ দিনে অসুস্থ হয়ে মারা গিয়েছে প্রায় ৩০টির মত গরু।
আইনিউজকে শরীয়তপুর ফেরীঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল মোমিন বলেন, ফেরিঘাটে গতকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় আগে আমাদের ৪টি ফেরি চললেও আজ আরও দু'টি ফেরি যোগ করা হয়েছে। মোট ৬টি ফেরীর মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।
তিনি আরও জানান, মূলত লকডাউন তুলে ফেলায় এবং ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় গতকাল সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে আনুমানিক তিন শ'টি গাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি এবং কোরবানীর পশুর গাড়ি। আমরা পশুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পারাপার করে দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা পণ্যবাহী, এরপর যাত্রীবাহী গাড়িগুলোকে পার করছি। কম করে হলেও এই যানজট কমতে আরো ২/৩ দিন সময় লাগতে পারে।
আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন