Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:৪৪, ১৭ জুলাই ২০২১

তারাকান্দায় জমজমাট পশুর হাট, কারও মুখে নেই মাস্ক

জমে উঠেছে তারাকান্দার পশুর হাট। ছবি: প্রতিনিধি

জমে উঠেছে তারাকান্দার পশুর হাট। ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ময়মনসিংহ জেলার তারাকান্দায় ঈদের আগ-মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

শনিবার (১৭ জুলাই) তারাকান্দা কেন্দ্রীয় গো-হাটা ও দক্ষিণ বাজারে রাস্তার দু-পাশে পশুর এই হাট বসে। উক্ত হাটে ছোট-বড় মিলিয়ে হাজারখানেক পশু ও ক্রেতা-বিক্রেতার সমাগমে জমজমাট হয়ে উঠেছে পশুর বাজার। পশুর দাম ক্রেতা ও বিক্রেতার হাতের নাগালেই রয়েছে বলে জানা যায়।

গরু ছাড়াও ছাগল ও ভেড়ার জন্য আলাদা জায়গায় হাট বসেছে। মূলত স্থানীয়ভাবে পালিত ও দেশি গরুর প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানিয়েছেন বিক্রেতাগণ। ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি অনেকে শখের বসে পশুর হাট দেখতে এসেছে বলে তাদের সাথে কথা বলে জানা যায়। আবার কাউকে কাউকে বড় ও সুন্দর পশুর সাথে সেলফি ও ছবি তুলতেও দেখা যায়।

বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতিতে লকডাউন শিথিলতায় উক্ত পশুর হাটে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সরজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা কারও মুখেই মাস্ক, স্বাস্থ্য-বিধির নেই বালাই। এটি করোনার সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ। যদিও হাট বসার আগে মাইকিং করে যথাযথ স্বাস্থ্য-বিধি মেনে পশুর হাট পরিচালনা করতে বলা হয়েছিল।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ