শরীয়তপুর প্রতিনিধি
আপডেট: ১১:৫৬, ১৮ জুলাই ২০২১
শরীয়তপুরে ১০০০ পরিবারের মাঝে উপমন্ত্রী শামীমের খাদ্য সহায়তা

শরীয়তপুরে করোনা মহামারীতে ১০০০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
শনিবার (১৭ জুলাই) জেলার বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
করোনা মহামারীতে শরীয়তপুরের শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কষ্ট ভাগ করে নিতেই এই কার্যক্রম বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এনামুল হক শামীম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
এসময় সাংসদ ইকবাল হোসেন অপু বলেন, করোনাসহ যেকোনও দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়ে এবং সামনের ঈদে যাতে কোন গরীব, অসহায় দারিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।
এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম বলেন, সেরাদের সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আসার পর তাকে বহুবার হত্যাচেষ্টা করা হয়েছে কিন্তু বাংলার মানুষের ভালোবাসা আর দোয়ায় তিনি সারা বাংলার মানুষের মাঝে সেবা পৌঁছে দিচ্ছেন, এবং যতোদিন বেঁচে থাকবেন এভাবেই মানুষের পাশে দাঁড়াবেন।
প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে এ সময় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় ২০ কেজি চালসহ তেল, ডাল, আলু ও লবণ। এ উপকারভোগী হোসনে আরা নামের একজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ, তার জন্য মন থেকে দোয়া করি। তার উপহার পেয়ে কোরবানির ঈদটা আমার পরিবার নিয়ে ভালোই যাবে।
আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন