জামালপুর প্রতিনিধি
আপডেট: ১০:১০, ২০ জুলাই ২০২১
ওজনে চাল কম, উল্টো হতদরিদ্রদের পেটালেন কেন্দুয়ার চেয়ারম্যান

জামালপুর জেলা সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়নে হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর প্রণোদনায় ভিজিএফের ১০ কেজি চাল বিতরণের সময় ৩ থেকে ৪ কেজি পরিমাণ কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত ১০ কেজি চালের মধ্যে জন প্রতি ৬-৭ কেজি করে দিলে উপকারভোগীরা প্রতিবাদ করলে জনসম্মুখে মারধর করেছেন ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু।
চেয়ারম্যানের বিরুদ্ধে সোমবার (১৯ জুলাই) দুপুরে জামালপুর সদর উপজেলার গোপালপুর ঘুন্টি এলাকার মারধরের শিকার অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলন করে তিনি এসব ঘটনা জানান।
এ সময় তিনি আরও বলেন, রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় আমি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে প্রণোদনার চাল নিতে যাই। সেখানে জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও প্রত্যেককে ৬ থেকে ৭ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। আমি এর প্রতিবাদ করলে চেয়ারম্যান সবার সামনে আমার মুখে কানে চড়-থাপ্পর দেন। এতে আমার কান দিয়ে রক্ত বের হয়। এখন কানে কম শুনছি।
তিনি বলেন, আমি ছাড়াও আরও দুই-তিনজনকে মারধর করেছেন ওই চেয়ারম্যান। এ ঘটনা আমি এলাকার মাতব্বরগণকে জানিয়েছি। তাদের পরামর্শে সংবাদ সম্মেলন করছি, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত অনেকের মধ্যে মৃত রহমত আলী শেখের ছেলে মো. মোশাররফ আলী মুছা বলেন, ঘটনাস্থলে আমিও ছিলাম। চাল কম দেয়ার ঘটনা চেয়ারম্যানকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে নিজহাতে জাহাঙ্গীর, জহুসহ কয়েকজনকে মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত ওই চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে লাইনে বিশৃঙ্খলা করছিল। আমি তাকে লাইন ঠিক করার জন্য ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় অনেকেই ষড়যন্ত্র করছে।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন