Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২০ জুলাই ২০২১
আপডেট: ২০:৪২, ২০ জুলাই ২০২১

রাতের আঁধারে খাদ্যসামগ্রী বিতরণে ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর

বর্তমান করোনা মহামারিতে দারিদ্র্য প্রকট আকার ধারণ করেছে। চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ, এক মুঠো খাবার ব্যবস্থা করা যেন অসাধ্য হয়ে পড়েছে। তাই এই কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতের আঁধারে ১৫০টি পরিবারের ঘরে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর।

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মো. জাফরুল হাসান ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন লিয়ন বলেন, ইউনাইটেড সোসাইটি ক্লাব শুরু থেকেই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং জামালপুরে প্রতি বছর বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইউনাইটেড সোসাইটি ক্লাব সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে।  

তারা বাংলাদেশের প্রত্যেকটি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

আইনিউজ/আবু সায়েম/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ