Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ২০ জুলাই ২০২১
আপডেট: ০০:২৯, ২১ জুলাই ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ ঘর

কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০-৪০টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায়  কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। 

মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, দমকল কর্মী ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগেই ৩০-৪০টির মতো ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে তা জানতে সময় লাগবে।

এর আগে ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ