Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:১০, ২২ জুলাই ২০২১

করোনা মোকাবেলায় এমপি বাবুর বিশেষ উদ্যোগ

গ্রাম্য পর্যায়ের মানুষের মাঝে করোনায় মোকাবেলায় এক বিশেষ উদ্যোগ নিয়েছেন খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) এমপি আখতারুজ্জামান বাবু। 

২২ জুলাই (বৃহস্পতিবার) তিনি এ বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন।

প্রতক্ষ্যদর্শীর মতে, এ উদ্যোগের অংশ হিসেবে এমপি বাবু কয়রা উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ৫ টি বুথ তৈরী করেন। যেখান থেকে বিনামূল্যে জনগণকে করোনা টিকার রেজিষ্ট্রেশন করা হয়। পাশাপাশি এ বুথে দায়িত্বরত বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বেচ্ছাসেবীরা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এ বিষয়ে গিলাবাড়ী বাজারের মাস্টার (অবঃ) কফিল উদ্দিন বলেন, এটা খুবই সুন্দর একটি উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে টিকা নেওয়ার প্রতি উৎসাহ বৃদ্ধি পেয়েছে।

৫ টি বুথের ১টি গিলাবাড়ী বাজারে অবস্থিত বুথ উদ্বোধনকালে এমপি বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্যাগে করোনা প্রতিরোধে সারাদেশেব্যাপী আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি। এটা তার মধ্যে  অন্যতম। আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে কেউ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। আর,  করোনা টিকা নেওয়ার জন্য অনুরোধ রইলো। কেননা, অধিংকাশ ক্ষেত্রে দেখা গেছে যারা করোনা টিকা নিচ্ছে করোনায় তাদের ক্ষতির পরিমাণ অনেক কম।

জিএম ইমরান/ খুলনা/ আইনিউজ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ