Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ২৩ জুলাই ২০২১
আপডেট: ১৩:১৮, ২৩ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরও করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। শুক্রবার (২৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ৬১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের।

মৃতরা সদর উপজেলার ২ জন। এদের মধ্যে একজন ৭২ বছর বয়সী পুরুষ ও ২৫ বছর বয়সী এক মহিলা। এছাড়াও রাণীশংকৈলে ১ জন ৬০ বছর বয়সী পুরুষ মৃত্যুবরণ করেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন। সুস্থ হওয়া ব্যাক্তিরা জেলা সদরের ১৫ জন ও হরিপুরের ১০ জন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

আইনিউজ/গৌতম বর্মন/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ