Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ২৩ জুলাই ২০২১
আপডেট: ২৩:২৩, ২৩ জুলাই ২০২১

আইসিইউতে করোনা রোগীর ছুরির আঘাতে দুই নার্সসহ আহত ৩

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় শিন-শিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হয়েছেন। তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নার্স মিতু রেখার (২৪) অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। আহত অন্যরা হলেন- নার্স ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫) এবং ওয়ার্ড বয় সাগর (২৫)।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪) বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হঠাৎ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে আঘাত করেন। এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করেন ওই রোগী। পরে আহত তিনজনকে শিন-শিন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে করোনা রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। মামলা হলে করোনা থেকে সুস্থ হওয়ার পর সাগরকে গ্রেপ্তার দেখানো হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ