ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ২০:২৯, ২৫ জুলাই ২০২১
ঈদে বাবার বাড়ি যেতে না দেওয়ায় শিশুর মুখে বিষ দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা

প্রতীকী ছবি
ঈদে বাবার বাড়িতে যেতে না দেওয়ায় তিন বছরের কন্যা শিশুর মুখে বিষ দেওয়ার পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন সেলিনা আক্তার (২৫) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ।
গতকাল শনিবার (২৪ জুলাই) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের আমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। অন্তঃসত্ত্বা গৃহবধূ ওই গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।
গৃহবধূর বাবা নাইমুল ইসলাম হাসপাতাল চত্বরে বলেন, ‘মেয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জামাই নিজেও চিকিৎসা করাচ্ছে না। আমাদের বাড়িতেও তিন মাস ধরে আসতে দিচ্ছে না। ঈদের পরদিন আমাদের বাড়িতে আসার কথা ছিল। এখানে আসলে চিকিৎসকের কাছে নিয়ে যেতাম। কিন্তু আসতে দেয়নি। আজ রাতে জামাই মোবাইলে খবর দিলো মেয়ে ও নাতনি বিষ খেয়েছে। ছুটে আসলাম হাসপাতালে।’
স্বামী তৌহিদুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনায় এমন কাণ্ড ঘটাবে ভাবতে পারিনি। কৃষিকাজে ব্যস্ততার কারণে শ্বশুরবাড়িতে যেতে দেইনি। সন্ধ্যায় কথা হলো কালকে যাবে বাবার বাড়িতে। এর মধ্যেই ঘরে রাখা বিষ নিজেও খেয়েছে মেয়েটাকেও খাইয়ে দিয়েছে।’
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা স্বরুপ মালাকার জানান, ৩ বছরের শিশু তামান্না ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থা মোটামুটি ভালো।
আইনিউজ/গৌতম বর্মন/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন