Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৭, ২৭ জুলাই ২০২১
আপডেট: ২৩:১২, ২৭ জুলাই ২০২১

পদ্মাসেতু এলাকায় ফের ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শরীয়তপুরের পদ্মা সেতুর টোল এলাকা থেকে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ওই নাগরিকের নাম, লালো (৪৫) এবং তার স্বামীর নাম প্রকাশ রাঠোর (হাতের ট্যাটু অনুযায়ী)। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করে।ইউনিটের কর্তব্যরত অপস অফিসার ও অপস জেসিও সমন্বয়ে আরপিও গেইটে নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাজিরা থানায় সন্ধ্যা ৭ টার দিকে হস্তান্তর করা হয়। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতের হারিয়ানা রাজ্যর বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা মামলার ব্যবস্থা নিব। 

এর আগে জুলাই মাসে রূপসা রায় (৪০) এবং বিজয় কুমার রায় (৪২) নামে দুইজন ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তারা বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে  ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনের ৪ ধারায় মামলা করা হয়। জাজিরা থানায় দায়ের করা মামলায় তারা শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ