শরীয়তপুর প্রতিনিধি
আপডেট: ২৩:১২, ২৭ জুলাই ২০২১
পদ্মাসেতু এলাকায় ফের ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শরীয়তপুরের পদ্মা সেতুর টোল এলাকা থেকে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ওই নাগরিকের নাম, লালো (৪৫) এবং তার স্বামীর নাম প্রকাশ রাঠোর (হাতের ট্যাটু অনুযায়ী)।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করে।ইউনিটের কর্তব্যরত অপস অফিসার ও অপস জেসিও সমন্বয়ে আরপিও গেইটে নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাজিরা থানায় সন্ধ্যা ৭ টার দিকে হস্তান্তর করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতের হারিয়ানা রাজ্যর বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা মামলার ব্যবস্থা নিব।
এর আগে জুলাই মাসে রূপসা রায় (৪০) এবং বিজয় কুমার রায় (৪২) নামে দুইজন ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তারা বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনের ৪ ধারায় মামলা করা হয়। জাজিরা থানায় দায়ের করা মামলায় তারা শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।
আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন